তারা পাঁচ বন্ধু। ঢাকার রায়েরবাজার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের রোল এক থেকে পাঁচ। পরস্করকে সহযোগিতার উদ্দেশেই তারা বন্ধুত্ব গড়ে তোলে। কেউ কোনো বিষয়ে পিছিয়ে থাকলে তাকে অন্যজন সহায়তা করে। এভাবেই তারা অন্যদের চেয়ে এগিয়ে যায়। তারা ক্লাশের লেখাপড়ার ফাঁকে পালা করে লাইব্রেরি থেকে সৃজনশীল বই নিয়ে পড়ে। তারা টিফিনের টাকা বাঁচিয়ে গরীব ছাত্রদের বইপত্র কিনে দেয়। তাদের ইতিবাচক কাজকর্ম স্কুলের শিক্ষক-ছাত্রদের দৃষ্টি কাড়ে। একদিন স্কুল বিরতির সময় পাঁচ বন্ধু লেখাপড়া নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই মুহূর্তে স্কুলের দপ্তরি তাদের কাছে গিয়ে বলল, তোমাদের বন্ধুত্ব দেখে সত্যিই খুব ভালো লাগছে। তোমাদের একটা খবর দিতে এসেছি। তোমরা কি জানো, দেশে যুদ্ধ শুরু হবে? বিস্ময়ের সঙ্গে রাফি বলল, যুদ্ধ! এই দেশ স্বাধীন হবে! আমি যুদ্ধে যাবো! সঙ্গে সঙ্গে অন্যরাও যুদ্ধে যাওয়ার সংকল্প করল। কিš‘ এই বয়সে যুদ্ধের ময়দানে তারা কি দায়িত্ব পালন করল? বন্ধুরা, পড়েই জানো পাঁচ বন্ধুর যুদ্ধের বিস্ময়কর কাহিনি।