“ডেকোরেট ইয়োর লাইফ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। অনেক পুরনো আর বহুচর্বিত এক বাণী। কিন্তু দৃষ্টিভঙ্গিটা কীভাবে বদলাবো? সকালে ঘুম থেকে উঠলে কি দৃষ্টিভঙ্গি বদলে যাবে? কিংবা কোনো শরবত খেলে অথবা গলায় তুলসীমালার তাবিজ দিলে বদলাবে আমাদের দৃষ্টিভঙ্গি? নিশ্চয়ই না।
আমাদেরকে পুরনো জটবাঁধা, গতানুগতিক, অর্থহীন, সস্তা চিন্তাগুলো বদলে সেখানে বড়ো বড়ো চিন্তাগুলোকে প্রতিস্থাপন করতে হবে। তবে আমাদের চিন্তা আমাদের কর্মের মাধ্যমে নিজের জীবনে এর প্রতিফলন ঘটাবে। সফলতা আর ব্যর্থতাকে আমরা চিনতে পারবো। সঠিক লক্ষ্যভেদের মাধ্যমে কাঙ্ক্ষিত সুখ ছুঁয়ে দেখতে পারব।
নতুন চিন্তাগুলোকে এই বই থেকে ধার নিন। আপনার চিন্তা প্রতিস্থাপনের কাজ সহজ হয়ে যাবে। দিনশেষে হয়তো আপনি জানবেন আপনিও বদলে যেতে পারেন। যা আপনি আগে কোনোদিন ভাবেননি।
“সাকসেস টুলস”বইয়ের সংক্ষিপ্ত কথা:
আচ্ছা আপনি কি এই লেখাটা পড়ার জন্য কোনো টুলস্ ব্যবহার করছেন?
আপনি কি আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে নানাবিধ টুলস্ ব্যবহার করেন? যদি তাই হয়, তবে আপনি প্রতিনিয়ত প্রতিটি কাজে নিশ্চয়ই সফলতা চান, সে সফলতাকে পাওয়ার জন্য আপনি কোনো টুলস্ ব্যবহার করবেন না?
আপনাকে কোনো ক্রেন কিংবা বুলডোজার নয়, তার চেয়ে আরো সহজ কিছু টুলস্ রয়েছে যা আপনি সহজে ব্যবহার করতে পারেন। আর এসব টুলস্-এর ব্যবহার আপনাকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে।
সফলতা কোনো কুড়িয়ে পাওয়া ফুল নয়। সফলতা হচ্ছে একটি পরিকল্পিত লক্ষ্যের দিকে ধাবিত হয়ে তাকে অর্জন করা। আর এই অর্জন করার জন্য প্রয়োজন কিছু ছোটো ছোটো নিয়ামক। যেগুলোকে অভ্যাসে পরিণত করলে আপনি আপনার স্বপ্নকে ইচ্ছায় রূপান্তর করতে পারবেন, ইচ্ছাকে রূপান্তর করতে পারবেন শক্তিতে আর শক্তিকে রূপান্তর করতে পারবেন ফলাফলে। সে ফলাফলকে কাজে লাগানোই সফলতা। সাকসেস টুলস্ বইটি আপনাকে সেসব ছোটো ছোটো হীরের টুকরা খুঁজে দেবে যেগুলো আপনি নিজের ভেতর শক্তির পরিবর্তন করে সফলতায় রূপান্তর করে কাজে লাগাতে পারবেন। শুধু কথার ফুলঝুরি নয়, কাজের ফল দেখতে চাইলে আজই এগুলো জেনে নিয়ে জীবনে প্রয়োগ করুন। ফল নিজের কাছ থেকে নিজেই বুঝে নিন।