নিতাই সেন।যুগচেতনার কবি।বিশিষ্ট ছড়াশিল্পী এবং সিদ্ধহস্ত সম্পাদক।মা,মাতৃভাষা ,মাতৃভূমি-এই তিন শেকলের দায়বদ্ধতা থেকেই মূলত তাঁর লেখালেখি।তাঁর লেখা অত্যন্ত সাবলীল,প্রাঞ্জল ও ছন্দময়তায় ভরপুর।শব্দচয়ন,শব্দবিন্যাস,উপমা,উৎপেক্ষা ও ভাষা ব্যবহারে রয়েছে চমৎকার মাধু্র্য। বিবেক হলো আমাদের আত্নার আলোক।আর বিনয় হচ্ছে উচ্ছাকাঙ্খার প্রথম সোপান।বিনয়ী মানুষের দৃষ্টি থাকে প্রসারিত,ভালোবাসায় থাকে মাটি ও মানুষের দিকে।আর নম্রতার শক্তি বাইরে নয়,ভেতরে,সে রণক্ষেত্রে লড়াই করে না;অমৃত-অদৃশ্যলোকে বিশ্বশক্তির সঙ্গে সন্ধি করে সে জয়ী হয়।তাই বিনয় বিবেক,নম্রতার উপাচার হিসাবে,বাংলা সাহিত্যের অভিনব প্রকাশনা হিসেবে গ্রন্থভুক্ত কবিতাগুলো পাঠকের ভালো লাগার আকাশ অর্জন করবে-এ প্রত্যাশা অনায়সে করা যায়।