“পিএইচডির গল্প” বইটির ফ্ল্যাপ থেকে নেয়াঃ
‘আমার ছাত্রের নাম ড্যারেল গফ। বাংলাদেশে সে যাচ্ছে ব্রিটিশ দূতাবাসে ভিসা অফিসার হিসেবে। আমার বাংলা শেখানােতে মুগ্ধ হলাে সে। কোর্স যখন শেষ তখন বলল, তাকে খারাপ কিছু শব্দ শেখাতে। ভিসা যারা নিতে যাবে তারা কী কী খারাপ কথা বলতে পারে তা সে জানতে চায়। আমি বললাম, শালা! বেশি বুঝাে!
শালার ইংরেজি কী?
ব্রাদার ইন ল!
শুনে সে হতাশ। এটা কীভাবে খারাপ কথা হলাে সে বুঝতে পারছে না। তাকে আরও খারাপ কথা শেখাতে হবে। আমি বললাম, কুত্তার বাচ্চা! হারামজাদা। ইচ্ছে করেই কুত্তার বাচ্চা ইংরেজি করলাম সান অব এ ডগ। এটা তার একদমই পছন্দ হলাে না সে কুকুর ভালােবাসে, কুকুর পালেও। কারেক্ট করে বললাম, সান অব আ বিচ!
সবচেয়ে খারাপ গালি কী জানতে চাইল এবার।
পিএইচডির গল্প হাস্যরসাত্মক, করুণ এবং বিমােহিত হওয়ার কাহিনি।