লাবিবাকে পড়াতে গিয়ে আবীর পড়ে গেল অদ্ভুত এক সমস্যায় । লাবিবা তাকে পরিচয় করিয়ে দিল রহস্যময় চরিত্র মিস ব্রুটালের সাথে । মিস ব্রুটাল । রহস্যের সমাধান করতে না করতেই আত্মহত্যা করে বসলাে আবীরের প্রেমিকা রাইসা । রাইসার সুইসাইড নােট চিঠি হয়ে পৌছালাে আবীরের কাছে । চিঠি পড়ে জানা গেল রাইসার আত্মহত্যার প্ররােচনাকারী কে । আবীর কি প্রতিশােধ নিতে পেরেছিল রাইসা হত্যার ? আবীর কি পেরেছিল মিস ব্রুটাল রহস্যের উদঘাটন করতে ?