অনামিকা মণ্ডল, অমল সাহা, অরুণ কুমার বিশ্বাস, আদনান মুকিত, আনিসুল হক, আসরার মাসুদ, আসিফ মেহদী, আহমেদ খান হীরক, আহসান কবির, আহসান হাবীব, ইকবাল খন্দকার, ইমন চৌধুরী, ইন্দ্রজিৎ মণ্ডল, ইশতিয়াক আহমেদ, কাসাফাদ্দৌজা নোমান, খসরু চৌধুরী, খায়রুল বাবুই, জান্নাতুল ফেরদৌস লাবণ্য, ধ্রুব নীল, পলাশ মাহবুব, বিশ্বজিৎ দাস, মহিউদ্দিন কাউসার, মামুন হোসাইন, মাসুমা মায়মুর, মাহবুবুল আলম কবীর, মাহবুবুল আলম মাসুদ, মুহম্মদ জাফর ইকবাল, মেহেদী আল মাহমুদ, মো. মাঈন উদ্দিন, মো. রায়হান কবির, মোকাম্মেল হোসেন, মোস্তফা মামুন, মোহাম্মদ কামরুজ্জামান, রবিউল ইসলাম সুমন, রাজিব দেবনাথ, রাসায়াত জিকো, রিয়াজুল আলম শাওন, রুবেল কান্তি নাথ, রোহিত হাসান কিছলু, শফিক হাসান, শাত শামীম, শামসুল হক শামস্, শায়ের খান, শাহেদ ইকবাল, শিমুল শাহিন, সত্যজিৎ বিশ্বাস, সাইফুল ইসলাম জুয়েল, সাজ্জাদ কবীর, সাদিয়া সুলতানা তামান্না, সিমু নাসের, সুমন্ত আসলাম, সোনালী ইসলাম, সোহাইল রহমান, হাসান শিবলী এবং হোসেন তৌহিদ জুয়েল! [লেখক তালিকা বাংলা বর্ণ ক্রমানুসারে সাজানো হয়েছে] বাজি ধরে বলতে পারি, এই তালিকা থেকে আপনি খুঁজে বের করতে পারবেন আপনার প্রিয় লেখকের নাম। যাদের রম্য দিয়ে সাজানো হয়েছে, ‘বাংলাদেশের হাসির গল্প’ সংকলনটি। এই অসাধ্য সাধন করেছেন প্রিয় রম্যকার সত্যজিৎ বিশ্বাস। বিদ্যানন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এই সংকলনটি প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২১ এ। রম্য সংকলনটির প্রচ্ছদ করেছেন, মামুন হোসাইন।