অর্থ চায়নি, বিত্ত চায়নি, খ্যাতিও না ।
নীল কেবল চেয়েছিল একটি মাস্টারপিসের স্রষ্টা হতে। কেবল আর কেবলমাত্র একটি মাস্টারপিস!
শিল্পীর নাকি পিছুটান থাকতে নেই! ভালোবাসা নাকি শিল্পীকে ক্ষয় করে দেয়, কুড়ে
কুড়ে নাকি খেয়ে ফেলে ঘুণপোকার মত ।
শিল্পী নীল আহসান ক্ষয় হতে চায়নি, তাই সে ক্ষয় করেছিল প্রেমিক নীলকে অস্বীকার করতে চেয়েছিল আজন্মের সেই ভালোবাসাকে, যা নির্ধারণ করেছিল স্বয়ং নিয়তি । তীব্র ঘৃণা করেছিল নীল সেই মেয়েটিকেই, যাকে ছাড়া এক জীবনে আর কাউকেই ভালোবাসতে পারেনি …
ভালোবাসার নারীর প্রতি এক পুরুষের সীমাহীন ঘৃণার গল্প “মেঘলীনা”…
আর তারপর-
সেই মেয়েটিকেই আজীবন খুঁজে বেড়ানোর গল্প
“নীল ও লীনা”!