পৃথিবীর বুকে মানুষ যেদিন প্রথম পা রাখে, সেদিন থেকে পেরিয়ে গেছে বহু শতাব্দী। অথচ মানুষের মধ্যে ক্রোধ, হিংসা, লালসা ইত্যাদি আদিম অনুভূতি আজও আছে। সুদূর ভবিষ্যতেও কি এর ব্যত্যয় হবে না? মানুষ যখন গ্যালাক্সি থেকে গ্যালাক্সি ছুটে বেড়াবে তখনও কি এই বিশ্বব্রহ্মা-ের বিশালতা তাকে স্পর্শ করতে পারবে না? কল্পবিজ্ঞানের জগৎ থেকে বেরিয়ে রো কি পারবে কঠিন অপ্রিয় বাস্তবের মুখোমুখি হতে? রো আর কুসুর সিলিসের তীরে বসে সূর্যাস্ত উপভোগের স্বপ্ন কি শেষপর্যন্ত পূরণ হবে? ডায়ারির পাতা থেকে অনাবিষ্কৃত নিশিতা নক্ষত্রপুঞ্জের দিকে সাধারণ অথচ চমকপ্রদ এ যাত্রায় স্বাগতম! মায়িশা ফারজানা