বহুমাত্রিক বঙ্গবন্ধু

৳ 500.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845101424
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩৫০
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

দিন যত যাচ্ছে, বঙ্গবন্ধু তত উদ্ভাসিত হয়ে উঠছেন স্বমহিমায়। বিশেষত তাঁর জন্মশতবার্ষিকী সামনে রেখে আমরা পেয়েছি এই মহান নেতার জীবন ও কর্মের নতুন নতুন মাত্রা। গত কয়েক বছরে বঙ্গবন্ধুর নিজের ভাষ্য নিয়ে প্রকাশিত তিনটি গ্রন্থ- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন- আমাদের সামনে চল্লিশ ও পঞ্চাশের দশকের অনেক অজানা তথ্য ও চিত্র তুলে ধরে। আমরা এখানে যেমন একজন কুশলী ও দূরদর্শী রাজনীতিককে পাই, তেমনই পাই একজন আর্দ্র চোখের নরম হৃদয়ের মানুষকে। দেশের মানুষের জন্য যেমন তার প্রাণ কাঁদে, তেমনই দেশের প্রয়োজনে তিনি বজ্রকণ্ঠ হয়ে ওঠেন। তিনি যেমন দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারেন না, তেমনই হয়ে ওঠেন কোটি পরিবারের একান্ত আপনজন। কারাগারে দেখা পাওয়া হলুদ পাখির জন্য যেমন তাঁর মায়া, তেমনই প্রয়োজনে তিনি রক্ত দিতে চান। তিনি যেমন অদ্বিতীয়, তেমনই অযুত মানুষের। দানবের বিরুদ্ধে লড়াইয়ে এক অক্লান্ত যোদ্ধার মধ্যে যেন আমরা এক মানবিক হৃদয়কে পাই। এই গ্রন্থে সংকলিত হয়েছে আরও এমন কিছু ভাষ্য যা বঙ্গবন্ধুর বহুমাত্রিকতায় যোগ করবে আরও কিছু নতুন মাত্রা।

লেখালেখি শুরু নব্বইয়ের দশকে কবিতা দিয়ে। সক্রিয় রয়েছেন সাহিত্যের নানা মাধ্যমে। সাংবাদিক হিসেবে এক নামে পরিচিত। দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা চৌদ্দ। তার সাংবাদিকতা বিষয়ক বই পড়ানো হয় বিশ^বিদ্যালয় পর্যায়ে। ১৯৭১ সালের ২০ জানুয়ারি সিলেটের বিয়ানীবাজারে জন্ম। লেখালেখির শুরুও সেখান থেকেই। পৈতৃক বাড়ি লাউতা ইউনিয়নের আষ্টসাঙ্গন গ্রামে। ওই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সফিক উদ্দিন আহমদ তার বাবা। মা মরহুমা জয়গুন নেসা। ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম। ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী নূরজাহান আক্তার। দুই সন্তান- রূপকথা ও ঋদ্ধ । প্রকৃতির সঙ্গে থাকা, বাগান করা ও চিত্রকর্ম সংগ্রহ তার অন্যতম শখ। ভালবাসেন আড্ডা দিতে। সময় পেলে মাঝে মাঝে ছবিও আঁকেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ