দিন যত যাচ্ছে, বঙ্গবন্ধু তত উদ্ভাসিত হয়ে উঠছেন স্বমহিমায়। বিশেষত তাঁর জন্মশতবার্ষিকী সামনে রেখে আমরা পেয়েছি এই মহান নেতার জীবন ও কর্মের নতুন নতুন মাত্রা। গত কয়েক বছরে বঙ্গবন্ধুর নিজের ভাষ্য নিয়ে প্রকাশিত তিনটি গ্রন্থ- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন- আমাদের সামনে চল্লিশ ও পঞ্চাশের দশকের অনেক অজানা তথ্য ও চিত্র তুলে ধরে। আমরা এখানে যেমন একজন কুশলী ও দূরদর্শী রাজনীতিককে পাই, তেমনই পাই একজন আর্দ্র চোখের নরম হৃদয়ের মানুষকে। দেশের মানুষের জন্য যেমন তার প্রাণ কাঁদে, তেমনই দেশের প্রয়োজনে তিনি বজ্রকণ্ঠ হয়ে ওঠেন। তিনি যেমন দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারেন না, তেমনই হয়ে ওঠেন কোটি পরিবারের একান্ত আপনজন। কারাগারে দেখা পাওয়া হলুদ পাখির জন্য যেমন তাঁর মায়া, তেমনই প্রয়োজনে তিনি রক্ত দিতে চান। তিনি যেমন অদ্বিতীয়, তেমনই অযুত মানুষের। দানবের বিরুদ্ধে লড়াইয়ে এক অক্লান্ত যোদ্ধার মধ্যে যেন আমরা এক মানবিক হৃদয়কে পাই। এই গ্রন্থে সংকলিত হয়েছে আরও এমন কিছু ভাষ্য যা বঙ্গবন্ধুর বহুমাত্রিকতায় যোগ করবে আরও কিছু নতুন মাত্রা।