➡️নিজের কর্মচারী টম চেনির হাতে খুন হয়েছে ফ্র্যাঙ্ক রস।আকস্মিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান মিসেস রস।ভাইবোনদুটোও খুব ছোট। বাধ্য হয়ে বাবার লাশ আনতে আরকানসাসে হাজির হল চোদ্দ বছরের কিশোরী ম্যাটি রস। বিস্মিত হল আইনের উদাসীনতায়।বাধ্য হয়ে হায়ার করল কুখ্যাত রুস্টার কগবার্নকে।যার অভিধানে ভয়-ডর বলে কোন শব্দ নেই। মঞ্চে হাজির হল আরও একজন-লেবাফ, সেও খুঁজছে সিনেটরের খুনি টম চেনি ওরফে চেমসফোর্ডকে। তলে তলে ঘোঁট পাকালো লেবাফ আর রুস্টার। তবে হাল ছাড়ার পাত্রী না ম্যাটি রস। পিছু নিল দুই ম্যানহান্টারের।