সংস্কৃতি হলো সমাজ ও সভ্যতার যোগসূত্র স্থাপনের স্থান, তাই সংস্কৃতি জানার জন্য ঐ সমাজের দ্বারা তৈরি লোকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । কিশোররা তাদের মতো করে স্বপ্নজগতে বিচরণ করে এবং সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিতে অনেক জানার অভিজ্ঞতা নিয়ে মেধার বিকাশ ঘটায় । আমিনুর রহমান সুলতানের ‘হরেক পেশার লোকশিল্প’ গ্রন্থটি লোকজীবন কীভাবে লোকশিল্পকে আঁকড়ে ধরে নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও লালন করছে তারই প্রকাশ। বইটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে।