বইটির শিরোনাম থেকে বিষয়বিন্যাস পর্যন্ত সব ক্ষেত্রে চেষ্টা করেছি একে বঙ্গবন্ধু-বিষয়ক জানা অন্যান্য বই থেকে কতটা বেশি পৃথক বা অন্য রকম করা যায়। আমার তো বলতে সাহসই হয়, খুব অল্প শ্রমে করার মতো মননকাজ এটি নয়। সাহস এই জন্য হয় যে, আমার অন্তর আমাকে সেভাবেই সমর্থন করে এবং এই যে নিজের সাথে নিজের ছলনা নয়, সে কথাটাই বলার লোভ।
আমার জানামতে, একেবারেই বঙ্গবন্ধুকে যে আলোকে লিপিবদ্ধ করার বিষয়টি পরিলক্ষ করা যায় না, সেসব ক্ষেত্রকে এখানে সযত্ন কর্ষণ করা বোধ হয় গেছে। ফলে নানান রচনা, নানান স্বাদে পাঠকতৃষ্ণাকে পরিতৃপ্ত