মাথার ওপরে তখন সূর্য। গনগনে দুপুর। বুবুন আজ দুপুরটাকে নতুনভাবে দেখতে লাগলো। দুপুরের একটা নিজস্ব তেজ আছে। বঙ্গবন্ধু দুপুরের এই তেজ নিয়ে জীবনভর সংগ্রাম করেছেন। আজকের বুবুনরা তাইতো শপথ নেয় আমাদেরও দুপুরের মতো তেজি হতে হবে। যেখানে সূর্য হেলে পড়ে না। যেখানে রৌদ্র ঘাম ঝরায় শরীর বেয়ে। যেখানে তেজ থাকে। যে প্রখর দুপুর জাগিয়ে রাখে চলবার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য, তেমন দুপুরের জ্বলজ্বলে সূর্যের আলো ছড়িয়ে দেশকে ভালোবেসে এগিয়ে যেতে হবে সামনে, আরও সামনে….