মহান স্বাধীনতার পঞ্চাশ বছরের মুখোমুখি দাঁড়িয়ে মনে পরছে, একত্তরে স্বধীনতা যুদ্ধের মাঠে সেই সব প্রিয় মুখ-যারা জয়বাংলা ধারণ করে প্রাণ বিসর্জন করেছেন বাংলার পবিত্র মাটিতে, বিনিময়ে আমরা এখন স্বাধীন দেশের সার্বভৌম নাগরিক। ১৯৭১ সালে পাকিস্থানের অগ্রাসী সৈন্যদের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা যুদ্ধ করার সময় অজস্র ঘটনা ঘটেছে অবিশ্যাস্য, বেদনাদায়ক সেইসব ঘটনার মর্মমুর তেকে নির্বাজিত প্রাণ গল্পকারের মাটি ও মানুষ মন্থন করে লিখেছেন অজস্য গল্প, মুক্তিযুদ্ধের।