গল্প সুখের ঠিকানা। আনন্দের অপার উৎস। আর সেই গল্প যদি হয় ইতিহাসের, বাংলার এবং বাঙালির, নিশ্চয়ই সেই গল্পপাঠে আমাদের চেতনা হবে শাণিত, পরিণত এবং জীবনমনস্ক। কিশোর গল্পে বঙ্গবুন্ধু বইয়ের গল্পগুলোতে বঙ্গবন্ধুর কিশোর বেলার আনন্দ উৎসব এবং লাড়াইয়ের সন্ধান করা হয়েছে। প্রতিটি গল্প নতুন এবং বৈশিষ্ট্যে অনন্যা। সহজ সরল ভাষায় কিশোর-কিশোরী বন্ধুদের জন্য গল্পগুলো লিখেছেন গল্পকারেরা। ফলে, কিশোর-কিশোরী বন্ধুরা খুব সহজে গল্পের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধুকে জানতে পারবে, তেমনিভাবে নিজেদের ভবিষৎও নির্মাণে যত্ববান হবে।