জযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব ফারসি ভাষায় লিখিত বিশ্ববরেণ্য আলিমে রব্বানী শায়খুল হিন্দ হযরত মাওলানা শাহ আবদুল হক মুহাদিসে দেহলভী (রা) এর অপূর্ব অমর অবদান এবং মিল্লাতে ইসলামিয়ার জন্য একখানা অনন্য উপাদেয় দীনী পুস্তক। পবিত্র মদীনা মুনাওয়ারার প্রামাণ্য ইতিহাস, রাসূলপাক (সা:) এর মাদানী জিন্দেগির অনেক তথ্যবহুল ঘটনাবলি, গযওয়া তথা নবী করীম (সা:) এর জিহাদসমূহের সংক্ষিপ্ত বর্ণনা, ফযীলতপূর্ণ পবিত্র স্থানসমূহের আলোচনা, বিভিন্ন মূল্যবান ব্যাখ্যা, হায়াতুন্নবী (সা:) রওযায় পাকের শান ও মর্যাদা এবং দরূদ শরীফের ফযীলতসহ ইসলামী জ্ঞান-ভাণ্ডারের অনেক অমূল্য তথ্যাবলি এ কিতাবে সন্নিবেশিত হয়েছে। কিতাবকানি যতই পাঠ করা হয় ততই ঈমানদারের অন্তরে আল্লাহ ও রাসূলের মুহাব্বতের জোয়ার আসে। এ কারণে কিতাবখানি প্রকাশিত হওয়ার পর থেকে এ যাবৎ মুসলিম উম্মাহর নিকট এটি বিশেষভাবে সমাদৃত। আর এ কারণেই আরবী ও উর্দূ প্রভৃতি ভাষায় কিতাবখানার অনুবাদ করা হয়েছে। অতএব বাংলা ভাষা-ভাষী মুসলিম সমাজের জন্যও যে কিতাবখানার অনুবাদ অতীব প্রয়োজন একথা নি:সন্দেহে বলা চলে।