চোখের ভেতর নদী

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847025404311
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৫
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

শাওন আসগর সব্যসাচী লেখক।
ছড়া-গল্প,কবিতা-গল্প-উপন্যাসের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তাঁর লেখার বিষয়বস্তু আঙ্গিক, লিখনরীতিতে তিনি সাবলীল গতির পরিচয় দিচ্ছেন, সম্ভাবনাময় পথের দিকে হাঁটছেন। তাঁর লেখার পরিধি মানুষের কর্মময় জীবনের সাথে বোধেরও সম্পর্ক। জীবনের বহুধানিষিক্ত রস এবং আবেগ-প্রেম রাজনীতির ফোঁটা ফোঁটা স্পর্শের অন্বেষণ করেছেন লেখক। লেখক হিসেবে বর্তমানে তিনি অনেক উঁচু মাপের সন্মানীত স্থানে অবস্থান করছেন। তাঁর সংযত গভীর অন্তর্দর্শী বর্ণনাগুণ, ভাষার চাতুর্য্য এবং বিষয়বস্তুতে সহজ সরলীকরণ সংযোজন এক উল্লেখযোগ্য কৃতিত্ব যা হয়ে ওঠেছে সময়ের দর্পণ। জীবনের বাস্তব দুর্গম পথপরিক্রমা আর চোখের জমিনে রাখা উপলব্ধির ছবিসমূহ মুঠোয় করে তিনি শব্দের প্রাণবন্ত সংলাপে ছড়ার শৈল্পিক বিন্যাসে পাঠকের সামনে ছিঁটিয়ে দিয়েছেন অনেক প্রশ্ন ও ভালোবাসার মূর্ত চিত্রকল্প। একজন কবি ও আবৃত্তিকার হবার কারণে ছান্দনিক উপমা উৎপেক্ষা আর চিত্রকলার মেধাবী দৃশ্যায়ণ করেছেন যাতে পাঠকের মনোযোগ আকৃষ্ট হয় গভীরভাবে। পূর্বের গ্রন্থগুলোর মতোই বর্তমান গল্পগ্রন্থটি সার্থক হবে -এমন প্রত্যাশা পাঠকের কাছে।

কবি-গল্পকার-ছড়াকার-ঔপন্যাসিকআবৃত্তিশিল্পী ও সাংবাদিক শাওন আসগর ঢাকা। বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে এম এস 'এস ও আইন বিজ্ঞানে এলএল বি ডিগ্রী অর্জন ' করেন। পিতা আলী আসগর, মাতা মিসেস রাফিয়া বেগম। কুমিল্লা জেলার মুরাদনগর ' থানার কোরবানপুর গ্রামে ২৩ শে মার্চ জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পুরস্কার ও সম্মাননা : সনেট কবি সফি। মােতাহার হােসেন পদক, নির্ণয় শিল্পী গােষ্ঠীর তারেক মাসুদ স্মৃতি পদক, ইসলামিক ফাউন্ডেশন-বাংলাদেশ, বাংলাদেশ ছড়া সাহিত্য পরিষদ, প্রত্যাশা সাহিত্য পরিষদ, বাংলাদেশ গণউন্নয়ণ সংস্থা কর্তৃক প্রথম। পুরস্কার, সাউথ এশিয়ান কালচার এসােসিয়েশন, বাংলাদেশ লেখক সংসদ, সেন্টার ফর ন্যাশনাল কালচার, সাপ্তাহিক। শারদীয় কর্তৃক সেরা লেখক পুরস্কার, অন্যধারা সাহিত্য সম্মাননা, পদক্ষেপ পুরস্কারসহ এ যাবত অনেক পদক ও সম্মাননা পেয়েছেন। বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। শাওন আসগর ইতােমধ্যে তিনি ভারত, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব-সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আইন পেশার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশন-সহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে কবিতা আবৃত্তি করেছেন এবং বাংলাদেশ বেতারের স্ক্রিপ্ট রাইটার হিসেবে। নিয়ােজিত ছিলেন এ ছাড়াও তিনি স্বকণ্ঠে পাঠ। করেছেন অনেক গল্প-কবিতা। তিনি বাংলা একাডেমির সদস্য।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ