শাওন আসগর সব্যসাচী লেখক।
ছড়া-গল্প,কবিতা-গল্প-উপন্যাসের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তাঁর লেখার বিষয়বস্তু আঙ্গিক, লিখনরীতিতে তিনি সাবলীল গতির পরিচয় দিচ্ছেন, সম্ভাবনাময় পথের দিকে হাঁটছেন। তাঁর লেখার পরিধি মানুষের কর্মময় জীবনের সাথে বোধেরও সম্পর্ক। জীবনের বহুধানিষিক্ত রস এবং আবেগ-প্রেম রাজনীতির ফোঁটা ফোঁটা স্পর্শের অন্বেষণ করেছেন লেখক। লেখক হিসেবে বর্তমানে তিনি অনেক উঁচু মাপের সন্মানীত স্থানে অবস্থান করছেন। তাঁর সংযত গভীর অন্তর্দর্শী বর্ণনাগুণ, ভাষার চাতুর্য্য এবং বিষয়বস্তুতে সহজ সরলীকরণ সংযোজন এক উল্লেখযোগ্য কৃতিত্ব যা হয়ে ওঠেছে সময়ের দর্পণ। জীবনের বাস্তব দুর্গম পথপরিক্রমা আর চোখের জমিনে রাখা উপলব্ধির ছবিসমূহ মুঠোয় করে তিনি শব্দের প্রাণবন্ত সংলাপে ছড়ার শৈল্পিক বিন্যাসে পাঠকের সামনে ছিঁটিয়ে দিয়েছেন অনেক প্রশ্ন ও ভালোবাসার মূর্ত চিত্রকল্প। একজন কবি ও আবৃত্তিকার হবার কারণে ছান্দনিক উপমা উৎপেক্ষা আর চিত্রকলার মেধাবী দৃশ্যায়ণ করেছেন যাতে পাঠকের মনোযোগ আকৃষ্ট হয় গভীরভাবে। পূর্বের গ্রন্থগুলোর মতোই বর্তমান গল্পগ্রন্থটি সার্থক হবে -এমন প্রত্যাশা পাঠকের কাছে।