বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক, ছোটগল্পের রাজপুত্র হাসান আজিজুল হকের সর্বশেষ উপন্যাস তরলাবালা। গত শতাব্দীর ষাটের দশক থেকেই মূলত ছোটগল্পকার হিসেবে পরিচিতি লাভ করেন হাসান আজিজুল হক। তবে ১৯৫৭ সালে, মাত্র আঠারো বছর বয়সেই লিখে ফেলেন প্রথম উপন্যাস শামুক। যদিও গ্রন্থাকারে প্রকাশ হয় ২০১৫ সালে। এর আগে ২০০৬ সালে তাঁর প্রশংসিত-আলোচিত-পুরস্কৃত উপন্যাস আগুনপাখি প্রকাশ হয়। দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলে উপন্যাসটি। ২০১৩ সালে প্রকাশ পায় তাঁর আরেকটি আলোচিত উপন্যাস সাবিত্রী উপাখ্যান। পাশাপাশি বৃত্তায়ন, শিউলি ও বিধবাদের কথা নামে তিনটি উপন্যাসিকাও লিখেছেন তিনি।