হ্যাপি ম্যারিড লাইফ

৳ 240.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849606567
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৭৬
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

সম্প্রতি তালাক/ডিভোর্স পারিবারিক ও সামাজিক অঙ্গনে এক মরণ-বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। ভেঙে যাচ্ছে বহু সংসার। কেড়ে নিচ্ছে সুখ-ুঃখের উষ্ণ তাপে লালিত বহু দিনের সুখ-শান্তি। ইসলাম প্রদত্ত দাম্পত্যজীবন এবং তালাকের শরঈ রূপরেখা সম্পর্কে অজ্ঞতাই এর প্রধানতম কারণ। এ বই সে অজ্ঞতাকে দূর করবে, ইনশাআল্লাহ।
২০২০ সালের একটি জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর ও দুঃখজনক সংবাদ। ঢাকায় দৈনিক ৩৯টি ডিভোর্সের ঘটনা ঘটছে। এই সংখ্যা এখন ঊর্ধমুখী। আমাদের রাষ্ট্রের মাথাপিছু ঋণের মতোই ডিভোর্সের সূচক লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিনিয়ত। অনুসন্ধান করলে দেখা যাবে, অধিকাংশই তুচ্ছ থেকে তুচ্ছতর বিষয়কে কেন্দ্র করে ভাঙছে দীর্ঘদিনের লালিত স্বপ্নসুখের সংসার। হয়তো দুজনের একটু সচেতনতা, হৃদয়ে একটু জাগ্রতবোধ থাকলে ডিভোর্সের সুখনাশক ঘটনা ঘটত না। এ বই স্বামী-স্ত্রীর মাঝে সেই সচেতনতা ও জাগ্রতবোধ সৃষ্টি করবে। রাসুল ও তাঁর সাহাবিদের দাম্পত্যজীবনের আলোকে সঠিক কিনির্দেশনা দেবে। সর্বোপরি জীবনকে করে তুলবে আনন্দময়। পুরুষের জীবনে যে নারী, নারীর জীবনে যে পুরুষ, সকলের হৃদয়-মন অম্লমধুর প্রফুল্লতায় ভরে দেবে। জগৎসংসার নেচে উঠবে; বৃষ্টির ছন্দে নেচে উঠে যেমন কবির হৃদয়।

লেখক পরিচিতি জুবায়ের রশীদ। তরুণ আলেম, লেখক, অনুবাদক ও সম্পাদক৷ তারুণ্যের আঙিনায় স্বমহিমায় উজ্জ্বল ব্যক্তিসত্তা। কালির দ্যোতনায় ছড়াচ্ছেন অহিরৌশনি। ছাত্র কিতাব কলম এগুলোই তার নিত্যসঙ্গী। নিত্যকার পাঠের তালিকায় থাকে কুরআন হাদিস ফিকহসহ দেশি-বিদেশি হাজারো কিতাব কবিতা। জন্ম—নব্বই দশকের মাঝামাঝি ১৯৯৫ এর ১২ ডিসেম্বর, নরসিংদী জেলার রায়পুরা থানাধীন একটি নদীমাতৃক গ্রামে। প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি মায়ের কাছে। পড়াশোনা আগাগোড়া ঐতিহ্যবাহী ট্রাডিশনাল দ্বীনি শিক্ষাকেন্দ্র কওমি মাদরাসায়। মক্তব ও কিতাব বিভাগের প্রাথমিক ক্লাসগুলো পড়েছেন নরসিংদীর মেরাজুল উলুম মাদরাসায়। অতঃপর ঢাকার জামিয়া রাহমানিয়া থেকে তাকমিল এবং আকবর কমপ্লেক্স থেকে ইফতা সম্পন্ন করেন। দেয়াল পত্রিকায় লেখালেখির হাতেখড়ি। অতঃপর তারুণ্যের পুষ্পলগ্নে আবেগ ও ভালোবাসায় লিখেছেন অসংখ্য পত্রিকা-ম্যাগাজিনে, সাহিত্য-সাময়িকীতে। প্রয়োজনের তাগিদে বিভিন্ন জাতীয় দৈনিকের ইসলাম বিভাগে দু-হাতে লিখে যাচ্ছেন সর্বসাধারণের বোধগম্য করে। লেখালেখি জীবনের অন্যতম স্বপ্ন ও মিশন। মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ করছেন সালফে-সালেহিনের মূল্যবান গ্রন্থ। করছেন সম্পাদনাও। মৌলিক, অনুবাদ ও সম্পাদনা সবমিলিয়ে প্রকাশিত গ্রন্থসংখ্যা ২০টি। এছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু গ্রন্থ। ইতিহাসের সোনালি আস্তিন, মৃত্যুঞ্জয়ী সাহাবি, হ্যাপি ম্যারিড লাইফ, উম্মুল মুমিনিন সিরিজ, সাহাবি সিরিজ, আল্লাহ আপনাকে দেখছেন, সিয়ারুস সাহাবা, একগুচ্ছ নাসিহাহ, তাওহিদের পাঠশালা তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ