মাত্র দশটি গল্পে সাজানো এই গল্প সংকলন।গল্পগুলি পাঠের সঙ্গে সঙ্গে পাঠক সহজেই লেখকের অন্তর্জগতের ক্রমাগত ভাঙন অনুভব করবেন।এই ভাঙন অন্ধকারের নয়।এই বিচ্ছিন্নতা ব্যাপ্তির উল্লাস।নিজের ভেতর থাকা ব্যাপ্তিবোধের ব্যূহ ভেঙ্গে লেখক এখানে গতিমান জীবনের আলেখ্য লিখেছেন। কোথাও তিনি প্রেমের আকুলতা থেকে উচ্চারণ করেছেন ‘আমি তোমাকে হারাতে চাই না,বিন্তি’ কোথাও বলেছেন ‘প্রেম নামক গণ্ডিতে প্রবেশ করলেই ধরা-বাঁধা কিছু নিয়ম এসে সামনে দাঁড়ায়-যা সামনে দাঁড়ায়-যা নিয়ন্ত্রণ সবার পক্ষে সম্ভব নয়।’এক একটি দৃশ্যে লেখক নিজেকে টুকরো টুকরো করে ছড়িয়ে বাস্তব জগতের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলেছেন।এ আসলে ব্যক্তি থেকে সমষ্টির অভ্যন্তরে আত্ন-উন্মোচন।নিঃস্বতার ভেতর দিয়ে পূর্ণ হওয়ার উৎসব মানুষ তো অক্ষরের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে।এই গল্প সংকলনের ভেতর দিয়ে লেখক রনি রেজা সেই সত্যই উচ্চারণ করে গেলেন।