একই আকাশ সব সময় একই থাকে না। যেভাবে এক জীবন সব সময় একই রকমভাবে যাপিত হয় না। একই আকাশে, একই জীবনে ভিন্ন কিছু প্রতিনিয়ত ঘটতে থাকে। এবং সেটা ঘটে মূলত অনিচ্ছায়। ইচ্ছাকৃত ভিন্নতা ঘটাতে ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে। আর ঘটে যাওয়া ঘটনাবলিকে ভিন্ন চোখে দেখা ও তা লেখায় সাহিত্যমন্ডিতরূপে বিধৃত করা বেশ শ্রমসাধ্য ব্যাপার। জীবনের টুকরো টুকরো ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে তুলে আনা হয়েছে এ বইয়ের গল্পগুলোতে। গল্পগুলো পড়লে পাঠক চেনা বিষয়কে নতুনভাবে ভাবার ফুরসত পাবেন। সেই সাথে পাবেন কিছু ভালো লাগা মুহূর্ত।