“ছায়ারীরী” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কী হবে, যদি একটু একটু করে বদলে যায় আপনার বহু বছরের চিরচেনা মানুষটি? দিনের পর দিন ক্রমশ বদলে সে হয়ে উঠছে এমন কেউ যাকে আপনি চেনেন না একটুও! মানুষ নয়, প্রিয় মানুষটি বদলে যাচ্ছে এমন এক প্রাণিতে যা আদৌ নয় এই পৃথিবীর। আপনার প্রিয় মানুষটির স্থান ক্রমশ দখল করে নিচ্ছে অন্য ভুবনের এক পৈশাচিক অস্তিত্ব, যার জন্ম ভয় আর আতঙ্কের কুৎসিত এক গহবরে.. কিংবা কে জানে, হয়তাে সে মানুষই ছিল না কখনাে! কী হয়, যখন কোনাে প্রেত সত্ত্বা রূপ বদলে প্রবেশ করে। আপনার জীবনে, আপনার দৈনন্দিন প্রতিটি মুহূর্তে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়, গভীর রাতে আপনাকে আলিঙ্গন করে বুকে মাথা রাখে। ঠিক মানুষ নয়, মানুষের মতােই কিছু একটা। হিম শীতল মৃত্যুর মতাে তার অস্তিত্ব, বাস্তব আর পরাবাস্তবতার মাঝামাঝি তার অস্তিত্ব! কী ঘটে, যখন মানবীয় কারাে বাইরে আপনি ভালােবেসে ফেলেন পৈশাচিক কোনাে অবয়বকে? রােজকার সাদামাটা জীবনের ফাঁক-ফোকরে লুকিয়ে থাকা ভয়াল এক কাহিনি নিয়ে এই উপন্যাস “ছায়ারীরী” । যে কাহিনি দাঁড় করিয়ে দেবে আপনাকে এমন এক সত্যের সামনে, যা আমরা দেখেও দেখতে চাই না অনেকেই। কিন্তু তাতে মিলিয়ে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে প্রকৃতির সেই অস্বাভাবিক শক্তি। প্রবল, প্রচণ্ড আর ভয়াল সেই শক্তি—যা তছনছ করে দেয় তুচ্ছ মানব জীবন। সত্যিই কি আছে এমন পৈশাচিক শক্তির অস্তিত? সত্যিই কি আছে তারা, যাদেরকে সহজ ভাষায় বলা হয় “প্রেত”? সত্যিই কি প্রকৃতি রূপ বদলে জন্ম দেয় এমন সব অমীমাংসিত রহস্যের, যার সমাধান নেই তাঁর নিজের কাছেও? প্রকৃতির ঠিক তেমন এক অমীমাংসিত রহস্য নিয়ে আমাদের এবারের কাহিনি…