হ্যালো ব্যাচেলর

৳ 100.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লেখা কিছু কথা
জাবেদ আনোয়ার ব্যাচেলর। ঢাকা শহরে বাড়ি ভাড়া নেয়ার জন্য সে নিজেকে বিবাহিত বলে দাবি করে। আর সেই শর্তে একটি ফ্ল্যাট বাড়ি ভাড়া নেয় সে।তারপর স্ত্রীকে ফ্ল্যাটের ওঠানো নিয়ে শুরু হয় নানা বাহানা। এটা টের পান একশ’বিশ কেজি ওজনের অবিবাহিত এবং চল্লিশোর্ধ গৃহকত্রী মনজিলা চৌধুরী।তিনি সময় অসময়ে জাবেদবে ডেকে পাঠান। তার সঙ্গে রসের গল্পে মজে থাকতে পছন্দ করেন। কিন্তু তাতে বাগড়া বাঁধায় তারিই আরেক ছোট বোন।এদিকে ওই বাড়ির অন্য ছয়টি ফ্ল্যাটে ছয় অবিবাহিত যুবতীকে নিয়ে মহা বিপাকে পড়ে জাবেদ আনোয়ার। সে-ই হচ্ছে ও বাড়ির একমাত্র পুরুষ মানুষ! কে তাকে বিয়ে করবে, কে আড্ডা দেবে আর কে তাকে নিয়ে ঘুরতে বেরুবে তা নিয়ে ছয় নারীর মধ্যে রীতিমতো চুলোচুলি কাণ্ড চলে।

জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ