বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
যদি প্রশ্ন করা হয়, জগৎ সংসারে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার কে করেন? সবচেয়ে বেশি দুঃখ কষ্ট কে সহ্য করেন? এক কথায় সবাই নিশ্চয়ই। বলবেন, মা। যিনি হাজার সংকটেও সন্তানদের বুকে আগলে রাখেন। তাঁর অবদান ছাড়া কোনাে সন্তানই মানুষের মতাে মানুষ হতে পারে না। যার সঙ্গে কারাে তুলনা চলে না। তিনি তার কর্মের মাধ্যমে সমাজে এক মহিয়সী নারী রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন। তেমনি এক মমতাময়ী জননীর জীবনালেখ্য এই উপন্যাস। নানা ঘাত-প্রতিঘাত, চড়াই উত্রাই আর। টানাপড়েনের মধ্যদিয়ে কীভাবে একজন মা সানজিদা বেগম একটি মধ্যবিত্ত পরিবারকে তুলে এনেছেন উন্নতির শিখরে তার পুঙ্খানুপূঙ্খ বর্ণনা রয়েছে এই উপন্যাসে। উপন্যাসটি পৃথিবীর সব মা এবং সন্তানের জন্য এক উপযােগী গ্রন্থ হতে পারে।