ফটকু মামা মার্কিন গােয়েন্দা সংস্থা এফবিআই’র একজন ডাকসাইটে অফিসার। বিভিন্ন দেশে বহুল আলােচিত ঘটনার নেপথ্য কাহিনী খুঁজে বের করে পৃথিবীব্যাপী নাম ফাটান তিনি। এক পর্যায়ে মাটির টানে দেশে ফিরে আসেন। কয়েকজন কিশােরকে নিয়ে গড়ে তােলেন এক গোয়েন্দা দল। তারপর শুরু হয়ে যায় অনুসন্ধান। মাটি খুড়ে বের করে আনেন বড় বড় ঘটনার নেপথ্য কাহিনী। ফটকু মামার সেই সব শ্বাসরুদ্ধকর কাহিনী উঠে আসে গ্রন্থে। দুর্দান্ত গােয়েন্দা কাহিনী ফটক মামা সিরিজের ৪টি বই এবার এক মলাটে। এগুলাে হলাে, দূরন্ত চার গােয়েন্দা, ফটকু মামা লঙ্কায়, ফটকু মামা ও কয়েকজন দুষ্ট ছেলে এবং ভয়ঙ্কর বিপদে ফটকু মামা। প্রতিটি গ্রন্থেরই আছে আলাদা চমক, আলাদা শ্বাসরুদ্ধকর কাহিনী। গ্রন্থগুলাে পাঠকদের নিয়ে অন্য জাগতে।