বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু

৳ 175.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789844322035
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৪
সংস্কার 1st Published, 2016
দেশ বাংলাদেশ

“বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু” বইটির সম্পর্কে কিছু কথা:
মােস্তফা কামাল তাঁর বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বালাদেশ রাষ্ট্রের অ্যুদয়ের পেছনের কতিপয় ঘটনা প্রাঞ্জল ভাষায় উপস্থিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও অসামান্য গৌরবদীপ্ত সংগ্রামের ইতিবৃত্ত স্বাভাবিকভাবেই এই গ্রন্থে একটা গুরুত্বপূর্ণ অংশ অধিকার করে আছে। সাতটি অধ্যায়ে বিন্যস্ত গ্রন্থটির কয়েকটি অংশ অনেক পাঠককে বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে হয়। যেমন বঙ্গবন্ধুর কারাজীবন প্রসঙ্গ, ‘৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অগ্নিক্ষরা দিনগুলাের দিনপঞ্জীর আকারে পরিবেশিত প্রধান ঘটনাগুলাের বর্ণনা, গােলাম আযম ও গণআদালত প্রসঙ্গ, মীরজাফর খন্দকার মােশতাকের ভূমিকা।
একটি অধ্যায়ে গ্রন্থকার বাংলাদেশের বন্যার বিষয়টি নিয়ে তাৎপর্যময় আলােচনা করেছেন। গ্রন্থের মূল আবহের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত না হলেও এই অধ্যায়ে পরিবেশিত তথ্যাবলী কিছু পাঠকের মনােযােগ লাভের দাবি রাখে।
মােস্তফা কামালের পরিবেশন ভঙ্গি সহজ, সরল, অনাড়ম্বর, জটিলতা বর্জিত ও পাণ্ডিত্যভিমানমুক্ত। বর্তমান সময়ে বাংলাদেশে কতিপয় স্বার্থান্বেষীমহল যেভাবে ইতিহাস বিকৃতির সুপরিকল্পিত কাজে নিয়ােজিত রয়েছেন সে পরিপ্রেক্ষিতে এ ধরনের গ্রন্থ নিঃসন্দেহে একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ