“বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু” বইটির সম্পর্কে কিছু কথা:
মােস্তফা কামাল তাঁর বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বালাদেশ রাষ্ট্রের অ্যুদয়ের পেছনের কতিপয় ঘটনা প্রাঞ্জল ভাষায় উপস্থিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও অসামান্য গৌরবদীপ্ত সংগ্রামের ইতিবৃত্ত স্বাভাবিকভাবেই এই গ্রন্থে একটা গুরুত্বপূর্ণ অংশ অধিকার করে আছে। সাতটি অধ্যায়ে বিন্যস্ত গ্রন্থটির কয়েকটি অংশ অনেক পাঠককে বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে হয়। যেমন বঙ্গবন্ধুর কারাজীবন প্রসঙ্গ, ‘৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অগ্নিক্ষরা দিনগুলাের দিনপঞ্জীর আকারে পরিবেশিত প্রধান ঘটনাগুলাের বর্ণনা, গােলাম আযম ও গণআদালত প্রসঙ্গ, মীরজাফর খন্দকার মােশতাকের ভূমিকা।
একটি অধ্যায়ে গ্রন্থকার বাংলাদেশের বন্যার বিষয়টি নিয়ে তাৎপর্যময় আলােচনা করেছেন। গ্রন্থের মূল আবহের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত না হলেও এই অধ্যায়ে পরিবেশিত তথ্যাবলী কিছু পাঠকের মনােযােগ লাভের দাবি রাখে।
মােস্তফা কামালের পরিবেশন ভঙ্গি সহজ, সরল, অনাড়ম্বর, জটিলতা বর্জিত ও পাণ্ডিত্যভিমানমুক্ত। বর্তমান সময়ে বাংলাদেশে কতিপয় স্বার্থান্বেষীমহল যেভাবে ইতিহাস বিকৃতির সুপরিকল্পিত কাজে নিয়ােজিত রয়েছেন সে পরিপ্রেক্ষিতে এ ধরনের গ্রন্থ নিঃসন্দেহে একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।