অগ্নিকন্যা

৳ 500.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789844952430
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩২০
সংস্কার 1st Published, 2017
দেশ বাংলাদেশ

“অগ্নিকন্যা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পূর্ব বাংলার তুমুল জনপ্রিয় নেতা শেরে বাংলা পাকিস্তানের প্রস্তাবক হয়েও জিন্নাহ সাহেবের কূটকৌশলে হয়ে গেলেন ‘দুশমন। পাকিস্তান আন্দোলনের শীর্ষনেতা সােহরাওয়ার্দী সাহেবকেও দেশভাগের আগে আগেই সরিয়ে দেয়া হলাে। কপাল খুলল জিন্নাহ-লিয়াকত খাঁর প্রিয়ভাজন খাজা নাজিমুদ্দিনের উচ্চাকাঙ্খী জিন্নাহ দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের হিস্যা আদায়ের চেয়ে বড়লাট হওয়ার ব্যাপারেই বেশি মনােযােগী ছিলেন। এটাই পাকিস্তানের জন্য কাল হলাে। লর্ড মাউন্ট ব্যাটেনের প্রতিহিংসার আগুনে জ্বলল পাকিস্তান। তাতেও জিন্নাহ সাহেবের খায়েশ মিটল না। তিনি নিজে উর্দুভাষী নন। অথচ খাজা সাহেবের পরামর্শে উর্দুকে রাষ্ট্রভাষা করতে মরিয়া হয়ে উঠলেন। আর তাতে ফুসে উঠল বাঙালি। রাস্তায় নামলেন শেরে বাংলা, সােহরাওয়ার্দী, মওলানা ভাসানী, শেখ মুজিবসহ আরাে অনেকে। রক্তের বিনিময়ে ভাষার দাবি প্রতিষ্ঠিত হলাে। কিন্তু এতে শােষণ নিপিড়ন যেন অনেকটাই বেড়ে গেলাে। চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় ক্ষমতাসীন মুসলিম লীগ কিছুতেই মেনে নিতে পারল না। শুরু হলাে গােলাম মােহাম্মদ-ইস্কান্দার মির্জাদের ষড়যন্ত্র। তারাও অবশ্য দোর্দন্ড প্রতাপশালী সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের কাছে পরাস্ত হলেন। বন্দি হলাে রাজনীতি। কারাগারে বসে শােষিত পূর্ব পাকিস্তানের জন্য শেখ মুজিব আঁকলেন ছয়দফার ছক।

জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ