“আনন্দ-বেদনার চার বছর” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
আনন্দ-বেদনার চার বছর বইয়ের চিত্রকর গাৰ্থ উইলিয়ামস্ ছিলেন লরা ইস্ ওয়াইল্ডারের বইয়ের ছবি আঁকার কাজে ব্যাপৃত। তিনি মােটরে চড়ে ইস্ পরিবার যে যে জায়গায় বসবাস করেছিল সেগুলি ঘুরে ঘুরে দেখেন। প্লাম ক্রীকের যে জায়গায় ইঙ্গলসূদের মাটির ঘরটি থাকার কথা সে জায়গাটিও তিনি দেখে আসেন। তিনি মিসৌরীতে গিয়ে ওয়াইল্ডার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পারিবারিক দলিলপত্র ও ছবির ফাইল নেড়েচেড়ে দেখার সুযােগ পান। পুরােন দিনের সংবাদপত্রের ফাইলও তিনি ঘেঁটে দেখেন।
মিউজিয়মে বসে ঘণ্টার পর ঘণ্টা তিনি এই সময়কার আসবাবপত্র পর্যবেক্ষণ করে কাটান। অ্যালমানজো পরিবার গােড়ায় যেখানে বসবাস করতেন, নিউইয়র্কের সেই ম্যালােনে গিয়েও তিনি অনুরূপ গবেষণা চালান। এই সমস্ত অভিজ্ঞতা সম্বল করে তিনি ছােট্ট কুটির পর্যায়ের বইগুলির ছবি আঁকার কাজ আরম্ভ করেন। তাঁর আঁকা ছবিগুলিতে আন্তরিকতার পরিচয় পাওয়া যায়। তিনি এই ছবিগুলিতে নিখুঁতভাবে প্রতিটি চরিত্র এবং তাদের হাবভাব, ভঙ্গিমা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পেরেছেন।