“নীলগিরিতে চার গোয়েন্দা ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
রবিন স্বপ্নে দেখে পাহাড়ের ভেতরে বিশাল এক রাজপ্রাসাদ। ঠিক একই ধরনের স্বপ্ন দেখেন ফটকুমামাও। সেই স্বপ্নের সূত্র ধরে ফটকুমামাকে নিয়ে চার কিশাের গােয়েন্দা ছুটে যায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে। সেখানে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে তারা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে অভিযান চালায়। অভিযানে গিয়ে তারা নানা ধরনের সংকটে পড়ে। পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে রবিন ও সাগরের অলৌকিকভাবে বেঁচে যাওয়াসহ অদ্ভুত সব সমস্যা তাদের হতাশা বাড়ায়। কিন্তু রবিন এক অদম্য কিশাের। অভিযান শেষ না করে কিছুতেই সে ঢাকায় ফিরবে না। শেষপর্যন্ত নীলগিরি পাহাড়ে রবিন খুঁজে পায়। অদ্ভুত এক গুহা। আর সেই গুহার ভেতরেই রাজপ্রাসাদের সন্ধান মেলে। আনন্দের সাগরে ভাসে কিশাের গােয়েন্দারা।