চন্দ্রমুখীর সুইসাইড নোট

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845024228
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮৭
সংস্কার 1st Published-2018
দেশ বাংলাদেশ

চন্দ্রমুখী ঢাকা শহরের উচ্চমধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। ছাত্রী হিসেবে অত্যন্ত মেধাবী। তবে প্রেম-ভালােবাসার ব্যাপারে একেবারেই নেতিবাচক। সে মনে করত, ওসব করে সময় নষ্ট করা ভালাে ছাত্রীদের কাজ নয়। সেই চন্দ্রমুখীই কিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বখতিয়ারের ফাঁদে পা দিল! তাকে সে গভীরভাবে ভালােবাসল। এক পর্যায়ে মা-বাবার অমতে তাকে বিয়েও করল। কিন্তু বিয়ের পরপরই বড় ধরনের হোঁচট খেল সে। বিয়ের পর সে জানতে পারল, বখতিয়ার ইয়াবায় আসক্ত। এটা চন্দ্রমুখী কিছুতেই মানতে পারল না। এ নিয়ে দুজনের দ্বন্দ্বসংঘাত চরমে উঠল। চন্দ্রমুখী শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসে। কিন্তু কেন সে শ্বশুরবাড়ি ছাড়ল তা মা বাবাকে জানাতে পারল না। এ রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে উটকো বিড়ম্বনা ছিল রাতবিরাতে। বখতিয়ারের ফোন। ওকে সে সহ্যই করতে পারছিল না। কঠিন মানসিক চাপে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় চন্দ্রমুখী। এর আগে তার জীবনের আনন্দ-বেদনার কাব্য লিখে যায় সুইসাইড নােটে।

জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ