বিজ্ঞানী লীরা বিস্ময়ে বিমূঢ়! সে অপলক দৃষ্টিতে লােকটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ যেন একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এরকম হবেই বা কেন! যে ল্যাবরেটরিতে লীরার একমাত্র ক্লোন ছাড়া আর কারাে ঢােকারই অনুমতি নেই; সেই ল্যাবরেটরিতে অচেনা একটা লােক! আর সে কিনা তার কম্পিউটারে গভীর মনােযােগে কাজ করছে! লােকটাকে লীরা আগে কখনাে দেখেনি। সে কোথা থেকে এসেছে, কী করে ল্যাবরেটরিতে ঢুকেছে তাও লীরা বুঝতে পারছে না। লীরার মনে নানা প্রশ্ন। সে মনে মনে ভাবে, লােকটা কি আমার চেনাজানা কেউ? এই রকম চেহারার কাউকে চিনি বলে তাে মনে পড়ে। অচেনা একটা লােক আমার অনুমতি ছাড়া ল্যাবে ঢুকবে কেন? চেনাজানা হলেও তাে আগে থেকে জানাবে। অনেক ভাবনা চিন্তার পর লীরা সাহস করে লােকটার সামনে গিয়ে দাঁড়াল। আরাে ভালাে করে দেখল। এবার লীরা তার কাছে জানতে চাইল, কে! কে আপনি! লােকটি লীরার দিকে তাকিয়ে বলল, আমি অন্য গ্রহের মানুষ। লােকটাকে দেখে ভয় পেয়ে যায় লীরা।