“পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বাংলাসাহিত্যে সম্পূর্ণ নতুন প্রজাতির উপন্যাস। রবীন্দ্রনাথের ছিন্নপত্রে জীবনবােধের উন্মেষ এবং বিভূতিভূষণের প্রকৃতিনির্ভর রচনাসমূহে জীবনের যে উপলব্ধির বিকাশ; আহমদ ছফার এ লেখাটি একই গােত্রভুক্ত হয়েও স্বাতন্ত্রের দাবি করতে পারে। মানবজীবনের সঙ্গে বিহঙ্গজীবন ও উদ্ভিদজীবনের যে একটি অবিচ্ছিন্ন সম্পর্ক, আহমদ ছফা এ রচনাটিতে সে সম্পর্কসমূহের নানান মাত্রা নির্দেশ করতে চেষ্টা করছেন। ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে স্পন্দিত নক্ষত্র পর্যন্ত যে চরাচরপ্লাবিত। জীবনপ্রবাহ, মনুষ্যজীবনে তার একাংশ মাত্র উপলব্ধ এবং তরঙ্গিত হয়। মানুষ একা নয়, বিচ্ছিন্ন নয়। সবকিছু যেমন চলছে-সেও চলছে। সবকিছু যেমন দাড়িয়ে আছে-সেও দাড়িয়ে আছে। এ রচনাটি মানবজীবনের সঙ্গে অন্যবিধ জীবনপ্রবাহের যেমন সেতুবন্ধ তেমনি বাংলাসাহিত্যের সঙ্গে বিশ্বসাহিত্যের একটি সেতুবন্ধ হিসেবে বিবেচিত হয়েছে।