“অগ্নিমানুষ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
১৯৪৭ থেকে ১৯৭১ দেশভাগ থেকে স্বাধীনতা। উপ-মহাদেশের ইতিহাসে এক অসামান্য অধ্যায়। সেই সময়ের ইতিহাস নির্মাতাদের নিয়ে লেখা ট্রিলজির শেষ পর্ব অগ্নিমানুষ। এর প্রধান চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সময়। সেই সময়ের সঙ্গে আরাে আছেন মােহাম্মদ আলী জিন্নাহ, জওহেরলাল নেহেরু, শেরে বাংলা এ কে ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী, আবদুল হামিদ খান ভাসানী, ইন্দিরা গান্ধীসহ অনেকে আছেন। খাজা নাজিমুদ্দিন, লিয়াকত আলী খান, গােলাম মােহাম্মদ, আইয়ুব খান ও ইয়াহিয়া খানসহ অনেক খলনায়কও। ইতিহাসের নানা বাঁক আর চড়াই উত্রাইয়ের মধ্য দিয়ে সময়ের হাত ধরে মহানায়কের আসনে বসেন শেখ মুজিব। তিনিই সাত কোটি বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখান। তার মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই মানুষ ঝাপিয়ে পড়ে যুদ্ধে। ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য।