সুলতানা রেশমা। ১৯৮৫ সালের ১লা জানুয়ারী ফরিদপুর জেলায় জন্ম। বাবা বিশিষ্ট কবি ও লেখক আবু বকর সিদ্দিক। মা ফাতেমা সিদ্দিকী। তিনি বাংলা সাহিত্যে ইডেন মহিলা কলেজ থেকে অনার্স, মাষ্টার্স পাস করেছেন ২০০৭, ২০০৮। বাংলা একাডেমীর সদস্য, কবি জসীম উদ্দীন পরিষদের বর্তমান সাহিত্য সচিব। নন্দিনী পাঠচক্রের সদস্য, সবুজ বাংলা সাহিত্য পরিষদ, নির্ণয় শিল্পী গােষ্ঠী প্রভৃতি সংগঠনের একজন সক্রিয় সদস্য। – লেখক হিসেবে তিনি বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে অন্যতম: জসীম উদ্দীন স্বর্ণপদক (২০০৫), নবকল্লোল গুনীজন সম্মাননা স্বর্ণপদক (২০০৭) স্বাধীন। বাংলা সাংস্কৃতিক পরিষদ থেকে। স্বাধীনতার প্রতীক এ্যাওয়ার্ড (২০০৬), বাংলাদেশ ম্যাগাজিন জার্নালিষ্ট এসােসিয়েশন থেকে স্বাধীনতা দিবস সম্মাননা পদক (২০০৭), অনিন্দ্য সাংস্কৃতিক সংসদ থেকে অনিন্দ্য পুরস্কার (২০০৭), রুয়্যাল জার্নালিস্ট এসােসিয়েশন থেকে আন্তর্জাতিক। মাতৃভাষা দিবস সম্মাননা (২০০৮), ড. আশরাফ সিদ্দিকী স্বর্ণপদক (২০০৯)। অরুনিমা সাহিত্য পরিষদ থেকে সম্মাননা পদক (২০১২)।