সামিন ইয়াসার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শেষ করে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খিলগাঁও মডেল কলেজ থেকে বিবিএ করছেন। ২০০৭ সালে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরে তার লেখা প্রথম প্রকাশিত হয়। এরপর নিয়মিত লিখছেন শিশু ও নবারুণসহ জাতীয় পত্রপত্রিকায়। অনুবাদ হলেও এটি তার দ্বিতীয় বই। অথই নামে পরিচিত কবি-পরিবারের এই লেখক দীর্ঘদিন ধরে নজরুল সংগীতে তালিম নিচ্ছেন। সংগীতে তিনি তালিম নিয়েছেন নজরুল একাডেমি এবং ছায়ানটে। গানের একটি অ্যালবাম রয়েছে তার। গানের পাশাপাশি তিনি মিডিয়া প্রােডাকশনের সঙ্গে যুক্ত।