মোহাম্মদ মহসীন পিপিএম

Mohammad Mohsin PPM
মোহাম্মদ মহসীন পিপিএম

মোহাম্মদ মহসীন পিপিএম (বার) গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরে গোবরা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব আরোজ আলী ও মাতা মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শিক্ষারম্ভ হয়। গোপালগঞ্জ শহরের নবীনবাগে বেড়ে ওঠা, পঠনপাঠন। স্বর্ণকলি স্কুল থেকে যাত্রা শুরু তারপর গোপালগঞ্জ এস এম মডেল থেকে এসএসসি আর সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ডিগ্রি। মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০০১ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যার জনক। মোহাম্মদ মহসীন লিখতে ভালোবাসেন। ব্যক্তিগত আবেগ, অনুভূতি এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা তার লেখার মূল উপজীব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম-ই তার লেখালেখির মূল প্লাটফর্ম। ‘হ্যালো পুলিশ স্টেশন’র মাধ্যমে প্রথমবারের মতো মলাটবন্দি হচ্ছে তার লেখাগুলো। সফল পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত আছেন। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি দুইবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। চৎড়সড়ঃরড়হ ড়ভ এবহফবৎ ঝবহংরঃরারঃু ক্যাটাগরিতে ‘উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’ পদক পান ২০১৯ সালে। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজি ব্যাজ’ পান। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো ওসি’ নামে কার্যক্রম গ্রহণ করে ব্যাপক আলোচিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামসময়িক আইনগত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান